All Menu

এমআইএসটিতে ՙবিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকার মিরপুরে মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে সোমবার (০৫ জুন ২০২৩) এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস এন্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাব এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় “বিশ্ব পরিবেশ দিবস-২০২৩” উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মুঃ অহিদুল ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রতিনিধি জনাব নূর আহম্মেদ খন্দকার উপস্থিত ছিলেন। এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচির পরবর্তী পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবসের এই বছরের প্রতিপাদ্য বিষয় #BeatPlasticPollution বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিডব্লিউআইএস-এফএসএম সাপোর্ট সেল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ আব্দুল্লাহ আল মুয়িদ প্রধান বক্তা হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বর্জন এবং করণীয় সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সেমিনার পরবর্তী প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, চ্যানেল-২৪, ইয়োথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাবের শিক্ষার্থী প্রতিনিধিগণ প্লাস্টিক দূষণের প্রতিকার এবং প্রাথমিক কৃষিজ উপকরণে ব্যবহৃত প্লাস্টিক মোড়কের সঠিক নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট যেমন- ইকো অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, অটোকেড ও কেস কম্পিটিশন ইত্যাদিতে অংশগ্রহণকারী এমআইএসটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য হতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইডব্লিউসিই বিভাগের তত্ত্বাবধানে তৈরিকৃত বিভাগীয় ম্যাগাজিন “ENVIRONIA” এর মোড়ক উন্মোচন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কার্যক্রমের পরিসমাপ্তি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top