আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ সফর করছেন। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সদস্যগণ, কাব প্রতিনিধি, ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিয়ার রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা এর (প্রশিক্ষণ ও প্রচার) উপ-পরিচালক আতিয়া সুলতানা, অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ মাসুম আলীসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।
এর আগে সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামান। এসময় জেলা প্রশাসক, শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।