All Menu

অসহায় দুস্থ ও খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুর উদ্যোগে বৃহস্পতিবার নেত্রকোনা জেলার বারহাট্ট উপজেলায় নতুন মডেল মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও দুই হাজার অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত এক বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য, আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। সামর্থ্য অনুযায়ী গরিব দুস্থ অসহায় এবং মেহনতি মানুষের সাহায্য করতে হবে। এটা আমাদের শিখিয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্বমুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের দীর্ঘায়ু কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top