All Menu

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিগণ আমাদের আপনজন, এ সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাদের নিয়েই আমাদের চলতে হবে এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। প্রতিমন্ত্রী রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সংবিধানে সকল মানুষের অধিকারের মতই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুনিশ্চিত করা হয়েছে । তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৩ সালে স্থাপিত হয় এনডিডি ব্যক্তিদের জন্য এনডিডি সুরক্ষা ট্রাস্ট । প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, এনডিডি বিদ্যালয় প্রতিষ্ঠা, অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। অটিজমসহ এনডিডি ব্যক্তির স্বাস্হ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সাধারণ বীমা কর্পোরেশনের সাথে যৌথভাবে বঙ্গবন্ধু সুরক্ষা বীমাও বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপিসহ অন্যান্য চিকিৎসা সহযোগিতা প্রদান করা হচ্ছে। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা নিশ্চিত ও কর্মপরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম বক্তৃতা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top