All Menu

সকল শিল্প প্রতিষ্ঠান এগিয়ে এলে দেশের মানুষ উপকৃত হবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমাজন মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে সরকার। সম্প্রতি বেসরকারি উদ্যোক্তারাও সরকারের আহ্বানে এই কাজে এগিয়ে এসেছে। আজ দেশবন্ধু গ্রুপ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করলো। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ উপকৃত হবে। ভর্তুকি মূল্যে চিনি, চাল ও জুস বিক্রয় করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশবন্ধু গ্রুপের মতো দেশের অন্যান্য বৃহত্তর শিল্প গ্রুপগুলো যদি পবিত্র রমজান মাসে এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন। রমজান মাস আসলেই সবার মধ্যে কেনো নিত্যপণ্য কেনার প্রতিযোগিতা বাড়ে। একসঙ্গে বেশি পণ্য না কিনে ঠিক পরিবারের জন্য যতটুকু প্রয়োজন হয়, ঠিক ততটুকু কিনলে বাজারের ওপর চাপ পড়বে না। এতে রমজান মাসে কোনো প্রকার সংকট সৃষ্টি হবে না। মন্ত্রী রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবন্ধু গ্রুপ আয়োজিত আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার ও দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। উল্লেখ্য, চিনি ও চাল ছাড়াও দেশবন্ধু ম্যাংগো ড্রিংক ৫০০ মিলি ১০ টাকা কমে ৩০ টাকা, এক লিটারে ১০ টাকা কমে ৬০ টাকা, দেশবন্ধু অরেঞ্জ ড্রিংক ৫০০ মিলি ৫ টাকা কমে ২৫ টাকা, অরেঞ্জ ড্রিংক লিটারে ১০ টাকা কমিয়ে ৪০ টাকা বিকি করছে। অপর দিকে ফ্রেন্ডস আপ ৫০০ মিলি ৫ টাকা কমিয়ে ২৫ টাকা, ফ্রেন্ডসআপ এক লিটার ১০ টাকা কমে ৪০ টাকা, ফ্রেন্ডস কোলা ৫০০ মিলি ৫ টাকা কমিয়ে ২৫ টাকা এবং ফ্রেন্ডস কোলা এক লিটার ১০ টাকা কমিয়ে ৪০ টাকায় বিক্রি শুরু হয়েছে। প্রতিদিন ৫টি জায়গায় ট্রাক প্রতি ১০টন পণ্য যেমন-চিনি, চাল এবং বেভারেজ (কোমল পানীয় ও জুস) বিক্রি করবে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে, জাতীয় প্রেসক্লাবের সামনে, নিউমার্কেট এলাকায়, কাওরান বাজার এবং কলমিলতা মার্কেট (বিজয় স্মরনী) এলাকায় পণ্য বিক্রি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top