ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন কর্তৃক জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফেরসা এলাকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণ সমাপনান্তে অসামরিক প্রশাসনের নিকট সোমবার (২৭-০২-২০২৩) হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, এর মাধ্যমে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পগুলি সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সম্পন্নে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সাথে নির্মাণ করে অসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। এই হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।