All Menu

ইন্টারন্যাশনাল ডে অফ মিলিটারি স্পোর্টস অনুষ্ঠিত

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় International Day of Military Sports-2023। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর ব্যবস্থাপনায় এ দিন International Day of Military Sports-2023 অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি International Day of Military Sports-2023 অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিতার বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং পরবর্তীতে র‌্যালীতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top