ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০২৩ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদ-এ সমাপ্ত হয়। প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর সুপারিন্টেনডেন্ট আবু হেনা আযান প্রতিযোগিতায় প্রথম এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল করিম ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাঈদ, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) এর এয়ার অধিনায়ক এয়ার কমোডোর মোঃ রেজা এমদাদ খান, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।