All Menu

তুরস্ক ও সিরিয়ায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের রূহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলের প্রতি এ অনুরোধ করা হয়। উল্লেখ্য, বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনসহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top