All Menu

শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান-এর দিক-নির্দেশনায় আরও ব্যাপকভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে ১১০০টি শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়। এই কার্যক্রমের পরিধি বৃদ্ধি করত: বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী এ বছর ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এরই অংশ হিসাবে গত ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১১০০ ঘটিকা হতে ভোর ০২০০ ঘটিকা পর্যন্ত ঢাকা এলাকার তেজগাঁও, ক্যান্টনমেন্ট, মিরপুর, কমলাপুর রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শীতার্ত মানুষ এবং গুলশান এলাকার বিভিন্ন পায়ে-চলা পথে ছিন্নমূল ঘুমন্ত শীতার্তদের মাঝে এবং এতিমখানার শিশুদের মাঝে বাফওয়ার সম্মানিত সভানেত্রী উপস্থিত থেকে নিজ হস্তে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top