All Menu

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তাঁর নেতৃত্বে মাত্র ১৪ বছরে আওয়ামী লীগ সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে। এতো অল্প সময়ের মধ্যেও ডিজিটাল বাংলাদেশ পূর্ণতা পেয়েছে। পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মেট্রোরেলের মতো অনেকগুলো মেগাপ্রকল্প সম্পন্ন হয়েছে। এ উন্নয়নের সিঁড়ি বেয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
বুধবার ঢাকায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী ও মানবিক নেতা ছিলেন। এই মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। ৬৬ সালের ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। বঙ্গবন্ধুর যে মেধা, যে দূরদর্শিতা তা দিয়ে স্বাধীন বাংলাদেশকে দেখেছেন। আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ এহছানে এলাহীর সভাপতিত্বে শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃফারুক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ, জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দীন, যুগ্মসচিব মোঃ মহিদুর রহমান, বাংলাদেশ শ্রমিকলীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মোড়ল বক্তৃতা করেন। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন যুগ্মসচিব ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের পরিচালক মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top