All Menu

অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনই দেশপ্রেম

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনই দেশপ্রেম। দেশপ্রেমকে ধারণ করে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রজ্জ্বলিত দুর্বার সাহস বুকে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির প্রত্যয়ে নিরলস প্রয়াস চালিয়ে যেতে হবে। সচিব বলেন, সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি আজকের শিশুরা। তাদের হাতেই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে যথাযথ কাজে লাগিয়ে বাংলাদেশের অগ্রগতিতে নেতৃত্ব দেবে শিশুরা। এ জন্যই বর্তমান সরকার একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্ভব সকল পদক্ষেপ গ্রহণ করেছে। সচিব রবিবার ঢাকা পিটিআই মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক ড. উত্তম কুমার দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top