ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২’। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। শিল্প হচ্ছে মানুষের অন্তরিন অভিব্যক্তির নান্দনিক ভাষ্য। মানুষের অন্য সকল অনুভূতির মতো শিল্পের আলোয় উন্মোচিত অনুভূতিসমূহ সমাজকে বেশি প্রভাবিত করে থাকে। শিল্প তার নিজস্ব সৌন্দর্যগুণে এবং অভিনব সৃজন-ভাবনার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে। শিল্পের পরিসর, মাধ্যম ও ভাবনা দিন দিন প্রসারিত হচ্ছে। এ অগ্রগামিতার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিল্পকর্মও যাতে আন্তর্জাতিক পরিমন্ডলে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে শিল্পকলা একাডেমির কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশের নিজস্ব শিল্পধারার সাথে বিশ্বের সমকালীন শিল্পকলার সমন্বয়, বিনিময় এবং মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের ১১৩টি দেশের তিন শতাধিক শিল্পীর শিল্পকর্মে চিরায়ত সৌন্দর্যের পাশাপাশি মানবতার জয়গান প্রতিফলিত হবে এ প্রত্যাশা করি। আমি প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিল্পী, জুরি, পর্যবেক্ষক, অধীক্ষক, শিল্পরসিক ও শিল্পবোদ্ধাকে শুভেচ্ছা জানাই।
আমি ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০২২’ এর সাফল্য কামনা করি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।