মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মেহেরপুরে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলা ২০২২ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বুধবার মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে কৃষিমন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে মেহেরপুর একটি অনন্য জেলা। এখানে সারা বছরই বৈচিত্র্যময় ফসল ফলে। মেহেরপুরের কৃষকরাও অত্যন্ত পরিশ্রমী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক। এ কারণেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সাহিদুজামান খোকন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মহাপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।