All Menu

অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেল

চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চট্টগ্রামের বহিঃনোঙ্গরের অদূরে পারকি বীচ সংলগ্ন এলাকায় টহল প্রদানকালে একটি পরিত্যক্ত বোটে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা। সোমবার (৭ নভেম্বর ২০২২) এন্টি স্মাগলিং সেলের সদস্যরা পারকি বীচ সংলগ্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা-কালে একটি পরিত্যক্ত বোটে তল্লাশি চালিয়ে ২১৫ ক্যান অবৈধ বিদেশী বিয়ার এবং ৯ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করে। পরবর্তীতে অবৈধ এসকল মালামালসমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য, নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেল কর্তৃক পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃ-নোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ চোরাচালান অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top