All Menu

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে দেশের উত্তরাংশ অতিক্রম করবে বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনী সবসময় দুর্যোগ মোকাবেলায় সদা তৎপর থাকে। একইভাবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী যে কোন দুর্যোগ মোকাবেলায় তথা ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক দুর্যোগ মোকাবেলার এবং তদসম্পর্কিত যেকোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এ ০১টি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে। দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দিন রাত-২৪ ঘন্টা বিমান বাহিনীর সদস্যগণ কর্তব্য পালন করছেন। এছাড়া, কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ছাড়াও বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিজ নিজ এলাকার দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য ঘূর্ণিঝড় পরবর্তী যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top