ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (১৮ অক্টোবর) “শেখ রাসেল দিবস” উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি ও সচিব মোঃ মোকাম্মেল হোসেন । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের লবিতে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ সহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ রাসেল দিবস উপলক্ষে দুপুর ২ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।