ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিসমূহ, ঢাকা হজ অফিস এবং প্রাক-নিবন্ধন কেন্দ্রসহ সংশ্লিষ্টদের প্রাক-নিবন্ধন বিষয়ক কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনাসমূহ হচ্ছে- হজের প্রাক-নিবন্ধন (Pre-registration) এবং নিবন্ধন (Registration) করার সময় সংশ্লিষ্ট হজযাত্রীর নিজ নামে খোলা ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর এবং নিজস্ব জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর অবশ্যই প্রদান করতে হবে। এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।