All Menu

চিকিৎসকদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংগৃহীত চিত্র।

মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শনিবার মেহেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি হিসাবে বক্তব্য প্রদান কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মানুষ অসুস্থ হলে অনেক অসহায় বোধ করে। সেই সময়ে চিকিৎসকদের কাছে তাদের প্রত্যাশা অনেক। তাই তারা যেন যথাযথ সেবা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য চিকিৎসকসহ স্বাস্থ্যসেবায় জড়িত সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী এসময় হাসপাতালগুলোর পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় মেহেরপুরের পুলিশ সুপার, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top