ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষাখাতে বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ত্ব বিকশিত হয়। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মানুষকে মানবিকতা গুণসম্পন্ন, দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। অভিভাবককে তাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। ফরহাদ হোসেন এসময় বাড়ির আঙিনা এবং খালি জায়গায় শাকসবজি ও ফলমূল চাষের ওপর গুরুত্বারোপ করেন। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।