ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন এবং পুরস্কার বিতরণী -২০২২ বৃহস্পতিবার (২১-৭-২০২২) ঢাকা সেনানিবাসস্থ জাহাঙ্গীর গেট সংলগ্ন ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আস্থা লাইফের বিভিন্ন ব্রাঞ্চের এএসএম, বিএম, ইউএম ও এফএ সদস্যগণ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক মতবিনিময় করেন। অনুষ্ঠানে আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন । পরে সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সম্মেলনে আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি, (অব:)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমা-খাতে অবদান রাখার লক্ষ্যে বদ্ধপরিকর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।