All Menu

নড়াইলে দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান সেনাবাহিনীর

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর পক্ষে বুধবার (০৬-০৭-২০২২) নড়াইল উপজেলার, করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মাঠে সর্বমোট ১০০০ জন দু্ঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারস্বরুপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে। এ সময় যশোর সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে উক্ত উপহার বিতরণ কার্যক্রম এ পরিচালনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top