All Menu

সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:দেশের উত্তর পূর্বাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে মঙ্গলবার (২১-০৬-২০২২)  বিমান বাহিনীর ২টি Mi-17 হেলিকপ্টার, ২টি Bell-212 হেলিকপ্টার ও ২টি L-410 পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে প্রায় ৮০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটগুলো বিশেষ উপায়ে পানিরোধক আবরণে মোড়কজাত এবং নিয়ন্ত্রিতভাবে প্যারাস্যুটের মাধ্যমে হেলিকপ্টার ও পরিবহন বিমান থেকে ফেলা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি  যেমন দিয়াশলাই, ম্যাচ বক্স ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়েও বিমান বাহিনীর এরুপ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, একই দিন সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর ১ টিMi-17 হেলিকপ্টার এর মাধ্যমে উত্তর পুর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top