ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদ-নদী বেষ্টিত বাংলাদেশের একটি বড় অংশ চরাঞ্চল। চরে বসবাসরত অধিকাংশ দরিদ্র শ্রেণির মানুষ মৌলিক চাহিদা বঞ্চিত। চরে রয়েছে বিপুল জনগোষ্ঠী ও বিস্তীর্ণ উর্বর ভূমি। উপকূলীয় চরাঞ্চলে বসবাসরত জনগণের ক্ষুধা ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে প্রকল্প নেওয়া হয়েছে। নেদারল্যান্ড সরকার এবং ইফাদ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে ‘Long-term Impact of the Char Development and Settlement Project and Strategic Planning for a Sustainable Future’ and Launch of the book ‘New Land, New Life’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। এসময় তিনি New ‘Land, New Life’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রতিমন্ত্রী বলেন, টেকসই উনয়নের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা জরুরি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শতবর্ষের পরিকল্পনা হাতে নিয়েছেন। ডেল্টা প্লানের প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশের মতোই কাজ করছে সরকার। উপকূলীয় পিছিয়ে পড়া মানুষ যেন ভালো থাকে এ লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে। সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব Folkert G.J de Jager এবং ইফাদ এর প্রোগ্রাম অফিসার Mariel Zimmermann।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।