মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আওয়ামী লীগের মেহেরপুর জেলা সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সম্মেলনের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।