All Menu

ফ্রান্সের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, ফাইল ছবি।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাখোঁ কে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার পুনর্নির্বাচন প্রমাণ করে যে আপনার নেতৃত্ব, আপনার অন্তর্ভুক্তিমূলক প্রকল্প এবং উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতির ওপর ফ্রান্সের জনগণ আস্থা রেখেছে’। রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর থেকে এ সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। ইমানুয়েল ম্যাখোঁর নেতৃত্বে বাংলাদেশ ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আবদুল হামিদ আশা প্রকাশ করেন।রাষ্ট্রপতি এবছর ফ্রান্স ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করেন এবং ফ্রান্সের রাষ্ট্রপতিকে সস্ত্রীক ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top