All Menu

নন-গেজেটেড কর্মচারীদের এ মাসের বেতন ২৫ তারিখ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ভাতাদি ২৫ এপ্রিল প্রদান করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এ মাসের অবসর ভাতাও একই দিনে প্রদান করা হবে।সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ৩ মে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ইদুল ফিতর উদ্যাপনের সম্ভাবনা রয়েছ। তাই সরকার এই মাসের বেতন ভাতাদি ২৫ এপ্রিল প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top