All Menu

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে রোববার সকালে সচিবালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন সাক্ষাৎ করেন।সাক্ষাতকালে মন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সড়ক নিরাপত্তার জন্য যে প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশকে নিয়ে বিশ্ব ব্যাংক গর্বিত বলেও তিনি জানান। সাক্ষাতকালে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম সমন্বয়ক দিলশাদ দোসানী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top