নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মরহুম আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ-বারের আয়োজনের উদ্বোধন করেন। নওগাঁ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ গোলাম মওলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলাদল মুখোমুখি হয়। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০১৮ সালে প্রথমবার আয়োজন করা হয় আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।