All Menu

মৌলভীবাজারে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ে বালক-বালিকাদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ) আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন বালক-বালিকা অংশগ্রহণ করেছে। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন- আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম মিলন। সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ, পিটিএ সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, অভিভাবক সদস্য কাছন মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও স্কুলের শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top