All Menu

মৌলভীবাজারে সিপিএ ইউসিক্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে “ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়নের মেগা ফাইনাল ম্যাচ” সিপিএ ইউসিক্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ফাইনাল ম্যাচ দুটি শক্তিশালী দল মোকাবেলা করে “এসি সি নাইট রাইডার্স” বনাম “ইউ এল সুপার কিংস” প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এসি সি নাইট রাইডার্স ১৫১ রানের লক্ষ ছুড়ে দেয় তাদের প্রতিপক্ষ দল ইউ এল সুপার কিংসকে। জবাবে দুর্দান্ত ব্যাটিং করে ৬ উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন শীপের গৌরব অর্জন করে ইউ এল সুপার কিংস। ফলে ৬ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে ইউ এল সুপার কিংস। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল ওমেক্সিমাম সিক্স জুবায়ের। টুর্নামেন্ট সেরা বেস্টম্যান সাসুসুল খাঁন, টুর্নামেন্ট সেরা উইকেটার হন জাহিদুল এবং বেস্ট ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হন শেখ মারুফ। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাউর রহমান। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন, ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা সাধারণ সম্পাদক আতাউর রহমান ফয়েজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top