All Menu

প্রথমবারের মতো খেলোয়াড়রা পেল বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বঙ্গবন্ধু ক্রীড়া-সেবী কল্যাণ ফাউন্ডেশনের আওতায় খেলোয়াড়দের মাঝে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ১৫ জন খেলোয়াড়ের মাঝে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার শিক্ষা-বৃত্তির চেক প্রদান করা হয়। মাধ্যমিক পড়ুয়া দুই খেলোয়াড়কে ১২ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ১৩ খেলোয়াড়দের প্রত্যেককে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। ১৫ জন হ্যান্ডবল, সাঁতার, কারাতে, ফুটবল খেলোয়াড়ের মাঝে এসব চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধুসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top