All Menu

আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে ৪-২ গোলে চ্যাম্পিয়ন ভজনপুর কলেজ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তেঁতুলিয়ার ভজনপুর ডিগ্রী কলেজ টাইব্রেকারে ৪- ২ গোলে জেলার বোদা উপজেলার বোদা পাথরাজ সরকারি ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে। রবিবার (০৪ জুন) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের কামাল হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টে ফেয়ার প্লে পুরস্কার পান তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাজান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top