All Menu

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার (০৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩। প্রতিবছরের ন্যায় এ বছরও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। এ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন’। উদযাপনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে একটি র‌্যালি বৃহস্পতিবার সকাল ৮ টায় রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু করে হাইকোর্ট ও শিক্ষা ভবন হয়ে পুনরায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রাঙ্গনে এসে শেষ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top