All Menu

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। মন্ত্রী রবিবার রাতে এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়, কোচ এবং দলের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বিজয় জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। উল্লেখ্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায়। তাতে এই প্রথম দ্বিপক্ষীয় কোনও সিরিজে (২-০) ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়েছেন সাকিব-শান্তরা। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৬ উইকেটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top