All Menu

ইংল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে শ্রম প্রতিমন্ত্রীর অভিনন্দন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রবিবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। তিনি বলেন, চলমান টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়। পরের ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতায় ঐতিহাসিক এ সিরিজ জয়ের গৌরব অর্জন করে। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। টাইগার বাহিনী সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের এ ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top