ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঘাটলা এ রব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। এ সময় সমাজসেবী বদরুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কে এম আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মহিন উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার রুবেলসহ অনেকে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।