ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪ ও ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে বিএএফ শাহীন কলেজ ঢাকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিমান সদর এর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আ ন ম আব্দুল হান্নান, বিইউপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ভেনাস হাউজ ১১ টি স্বর্ণ, ০৭ টি রৌপ্য ও ০৮ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং মার্কারি হাউজ ০৯ টি স্বর্ণ, ১২ টি রৌপ্য ও ০৬ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। জুপিটার হাউজের আরসলান রহমান এ বছর ০৩ টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ এ্যাথলেট হিসেবে বিবেচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।