আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ২দিনব্যাপী শেখ কামাল (২য়) বাংলাদেশ যুব গেমস এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে এর সমাপনী হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি খন্দকার ইদ্রিস আলীসহ অন্যরা। আমিনুল হক আবিরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম। ২ দিনব্যাপী গেমস এ ফুটবলে (বালক) চ্যাম্পিয়ন হয় গোমস্তাপুর উপজেলা, রানার আপ হয়েছে সদর উপজেলা একাদশ। বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শিবগঞ্জ উপজেলা এবং রানার আপ হয়েছে নাচোল উপজেলা। হ্যান্ডবলে চ্যাম্পিয়ন সদর উপজেলা এবং রানার আপ হয়েছে ভোলাহাট উপজেলা। ব্যাডমিন্টনে শিবগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন ও ভোলাহাট উপজেলা রানার আপ হয়েছে। এছাড়াও ১০০ মিটার স্প্লিন্ট দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে ভোলাহাট উপজেলার আবু সাইম, ২০০ ও ৪০০ মিটারে শিবগঞ্জ উপজেলার নাজমুল আলী চ্যাম্পিয়ন, ৮০০ মিটারে শিবগঞ্জ উপজেলার সাদেক আলী, দেড় হাজার মিটারে ভোলাহাট উপজেলার শিশির চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে লং জাম্পে ভোলাহাট উপজেলার সিহাব আহমেদ শুভ, হাই জাম্পে একই উপজেলার আল আমীন, শটপুট এ গোমস্তাপুর উপজেলার মারুফ আহমেদ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের প্রত্যেককে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ৯ জানুয়ারি সোমবার সকালে দুইদিনব্যাপী শেখ কামাল (২য়) বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক। ইভেন্টের খেলাগুলো চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম (পুরাতন স্টেডিয়াম) ও ডাঃ আআম মেসবাহুল হক (বাচ্চু ডাঃ) স্টেডিয়ামে হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ গেমস অনুষ্ঠিত হয়। তৃনমূল থেকে খেলোয়াড় বের করে আনার উদ্দেশ্যে ২০১৮ সালে শেখ কামাল যুব গেমস এর প্রবর্তন হয়। এ গেমস ২ বছর পর পর অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারণে ২০০০ সালে এ গেমস অনুষ্ঠিত হয়নি। তাই ২০২২ সালের এ গেমস ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।