All Menu

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে গেমস এর উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক ও অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। জানা যায়, এবছর শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এথলেটিক্সে তরুণ-তরুণী, রাগবিতে তরুণ, ব্যাডমিন্টনে তরুণ একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুণ একক/দ্বৈত, রাগবিতে তরুণী, ব্যাডমিন্টনে তরুণী একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুণী একক/দ্বৈত, ব্যাডমিন্টন মিক্স ডবল, তায়কোয়ানডোতে তরুণ-তরুণী, কারাতে তরুণ-তরুণী ও উশুতে তরুণ-তরুণী টিমের খেলোয়াড়েরা অংশগ্রহণ করবেন। প্রত্যেক ইভেন্টেই প্রতিটি উপজেলা থেকে ৫ জন খেলোয়াড় অংশ নিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top