ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সাবেক আইসিসি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বুধবার এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি মাইলফলক দিন। বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশের এ জয় আমাদের খেলোয়ারদের দৃঢ় সক্ষমতার প্রমাণ। তিনি মিরাজের অসাধারণ বীরত্বের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে ও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।