All Menu

সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এক ম্যাচ হাতে রেখেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) – এ ভারতের বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী । বুধবার এক অভিনন্দনবার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ‍্যতে আরো সাফল‍্য কামনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ দলের অসাধারণ নৈপুণ্য অব‍্যাহত রাখার আশাবাদ ব‍্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top