All Menu

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২ প্রথম রাউন্ড

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আন্তর্জাতিক গলফ ইভেন্ট এশিয়ান ট্যুর, ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২২ বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ মোট ২১টি দেশের সেরা ১২০ জন গলফার (১১৪ পেশাদার এবং ০৬ জন অপেশাদার) অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ড শেষে থাইল্যান্ডের কোসুকেহামামোতো আজ ৬ আন্ডার-পারে শেষ করে বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনের প্রথম রাউন্ডে মধ্য দিয়ে লিড নিয়েছেন। একই দেশের কোসুকে হামামোতো ৫ আন্ডার পার খেলে ২য় অবস্থানে আছেন, বাংলাদেশের জামাল হোসেন এবং বাদল হোসেন দুজনেই পারের চেয়ে ৩ শট কম খেলে প্রথম দশের মধ্যে অবস্থান করছেন। আগামী ২৫ তারিখ ২য় রাউন্ড শেষে কাট হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top