All Menu

মৌলভীবাজারে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা শনিবার

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট বিভাগের দাবাড়ুদের অংশগ্রহণে মৌলভীবাজারে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা-২০২২ জেলা পুলিশ এর আয়োজনে শনিবার (২২ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সংগঠনের আহবায়ক সৈয়দ হেলাল আহমদ, যুগ্ন আহবায়ক তাওহীদ ইসলাম, যুগ্ন আহবায়ক সৈয়দ আবু ইকবাল ও সদস্য সচিব রেজাউল করিম চৌধুরী জানান, মৌলভীবাজার চেস ক্লাব এর পরিচালনায় আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় দাবাড়ু– ভাইদের নিয়ে খেলা শুরু হবে। সন্ধ্যা ৭টায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার, ৩য় পুরস্কার ২হাজার, ৪র্থ পুরস্কার ২ হাজার, ৫ম পুরস্কার ১৫শত টাকা, ৬ষ্ঠ পুরস্কার ১ হাজার টাকা, ৭ম পুরস্কার ১ হাজার টাকা, ৮ম পুরস্কার ১ হাজার টাকা, ৯ম পুরস্কার ১ হাজার টাকা, ১০ম পুরস্কার ১ হাজার টাকা, ১১তম পুরস্কার ১ হাজার টাকা, ১২তম পুরস্কার ১ হাজার টাকা, ১৩তম পুরস্কার ১ হাজার টাকা, ১৪তম পুরস্কার ১হাজার টাকা। খেলায় এন্ট্রি ফি ৩শত টাকা ধার্য করা হয়েছে। খেলার আয়োজনের সর্বাত্মক সহযোগিতায় রয়েছেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top