All Menu

শিবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘের উদ্যোগে বাগবাড়ি মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উদ্বোধনী খেলায় ২-০ গোলে বালিয়াদিঘী ফুটবল দলকে হারিয়ে জয়লাখ করে বাগবাড়ি ফুটবল দল। উদ্বোধনী অনুষ্ঠানে বাগবাড়ি বর্ণালী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজাসহ অন্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top