জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়া ব্যাডমিন্টন (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দৈত দলের শাটলার মোঃ মোস্তাকিম হোসেনকে বিরামপুর উপজেলা প্রশাসন ও মোস্তাকিমের প্রিয় সংগঠন বিরামপুর ব্যাডমিন্টন একাডেমি ফুলের শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে। শনিবার ৮অক্টোবর-২০২২ বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, মোস্তাকিমের পিতা মুন্না হোসেন, বিরামপুর ব্যাডমিন্টন একাডেমির সভাপতি সাইনুর আলম সানু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান দুলাল, সহ-সভাপতি নাজমুজ সাকিব সোহেল, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ফুলেল শুভেচ্ছাসহ নগদ অর্থ মোস্তাকিমের হাতে তুলে দেন। তিনি আরও বলেন মোস্তাকিম দেশের জন্য আগামীতে আরও ভাল কিছু বয়ে আনবে এই প্রত্যাশা করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।