নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালিকা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শহরের ডা. আ, আ, ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ, ক্রীড়া সংগঠক আব্দুল হান্নান, মোন্তাফিজুর রহমান প্রমুখ। টুর্নামেন্টে জেলা পর্যায়ে ৫ উপজেলা অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বালক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ৮-০ গোলে গোমন্তাপুর উপজেলাকে পরাজিত করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।