ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় বলেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন বাংলাদেশের নারী ফুটবল দলের বিস্ময়কর সাফল্য। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে আমাদের সোনার মেয়েরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। মেয়েদের এ সাফল্যে আমরা গর্বিত। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, নেপালের মাটিতে নেপালকে তিন- এক গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নতুন ইতিহাস রচনা করেছে। মেয়েদের এ সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।