ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে চৌকস খেলোয়াড় তৈরি এবং তাদের জাতীয় পর্যায়ে উঠে আসার ক্ষেত্র তৈরি করেছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় স্তরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজ বিভিন্ন ক্রীড়াচর্চায় নিয়োজিত থাকলে একদিকে যেমন শারীরিক সক্ষমতা ও সুস্থতা বজায় থাকে অন্যদিকে সমাজের বিভিন্ন কুপ্রভাব থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদের মতো ভয়াবহ সামাজিক সমস্যা থেকে দূরে রাখে। বিনোদনের পাশাপাশি তরুণ সমাজের নৈতিক শিক্ষা এবং চরিত্র গঠনেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রতিমন্ত্রী আরো বলেন, খেলাধুলার উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াবিদগণ নিজেদের নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হচ্ছে এবং দেশের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।