All Menu

পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ মে) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে বালক ও বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার প্রমুখ। উদ্বোধনী খেলায় ট্রাই-বেকারের মাধ্যমে বোদা উপজেলা পরিষদ বালিকা দল ১-০ গোলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ বালিকা দলকে পরাজিত করে। বালকদের খেলায় পঞ্চগড় সদর উপজেলা বালক দল ১-০ গোলে বোদা উপজেলা দলকে হারিয়ে জয়ী হয়েছে। আগামীকালের খেলা আটোয়ারী উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শুরু হবে। পর্যায়ক্রমে টুর্নামেন্টে পঞ্চগড় জেলার ১২ টি দল অংশ নেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top